অর্থমন্ত্রীর বাসার টাকা চুরি করে পালালো গৃহকর্মী, ১৮ দিন পর মামলা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মন্ত্রীর স্ত্রী কাশমিরী কামালের আলমারির ড্রয়ার ভেঙে নগদ অর্থ চুরি করে পালানোর অভিযোগে এক গৃহকর্মীর বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার বলেন, ‘চুরি বলতে কি… গৃহকর্মী টাকা চুরি করে পালিয়েছে।’

অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার গুলশান থানায় ওই মামলা দায়ের করেন।

সেখানে বলা হয়, গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম।

এজাহারের তথ্য অনুযায়ী, সালমার বাড়ি দিনাজপুরে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ করছিলেন।

গত ১৩ ডিসেম্বর ওই বাসায় চুরির ঘটনাটি ঘটলেও মামলাটি দায়ের করা হয় তার ১৮ দিন পর। 

পরিদর্শক আমিনুল বলেন, অভিযোগ পাওয়ার পর সালমাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন