অবৈধ পাথর ও বালি উত্তোলনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

অবৈধভাবে পাথর ও বালি উত্তোলনের প্রতিবাদে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে একটি সামাজিক সংগঠন।

বান্দরবানে পাহাড়ি ঝিরি-ঝরনা থেকে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন। বুধবার সকালে শহরের প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ নামের সংগঠনটি।

ভিডিও সংবাদটি দেখুন এখানে

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা ও সাধারণ সম্পাদক লেলুং খুমী, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সদস্য লিটন দাস ও মোঃ ইলিয়াস, মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি উহ্লায়ী মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক অলকা তঞ্চঙ্গ্যা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধ পাথর ও বালি উত্তোলনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলন করছে একটি অসাধু চক্র। এর ফলে পরিবেশ বিপর্যয় ঘটছে। পাহাড়ি এলাকায় দেখা দিচ্ছে তীব্র পানি সংকট। এসব বন্ধ করতে না পারলে ভবিষ্যতে স্থানীয়দের জীবন মারাত্মক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন