পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। ছবি: এবিসি

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কের লোয়ার ইস্টসাইডে তার বিলাসবহুল এপার্টমেন্ট থেকে খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউইয়র্কের সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, বন্ধ ঘরে অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে ফাহিমের বোন পুলিশে খবর দেন।

পুলিশ দেখতে পায়, একটি বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমকে কাটা হয়, করাতটি পাশেই পড়ে থাকতে দেখা যায়। তার শরীরের বিভিন্ন অংশ একটি ব্যাগেও ভরা হয়েছিলো।

নিউইয়র্ক পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি গ্লাভস, হ্যাট ও মাস্ক পরে ওই এপার্টমেন্টে প্রবেশ করে। এটি একটি টার্গেট কিলিং বলে ধারনা করছে তারা।

ফাহিম গত বছর ২.২৫ মিলিয়ন ডলার দিয়ে ওই এপার্টমেন্টটি কেনেন।

ফাহিম ২০১৫ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত পাঠাওয়ের সাথে যুক্ত ছিলেন। ওয়েব ডেভেলাপার হিসেবে প্রযুক্তি জগতে পথ চলা শুরু করে শাহেদ পরবর্তীতে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হন।

শেয়ার করুন