পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানি করোনায় আক্রান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩ জুন শনিবার ৬৭ বছর বয়ষ্ক এই রাজনীতিকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

গিলানির ছেলে কাসিম গিলানি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, তাঁর বাবা করোনায় আক্রান্ত।

তিনি লেখেন, ‘ধন্যবাদ ইমরান খান সরকার এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আপনারা সফলভাবে আমার বাবাকে বিপদে ফেলেছেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।’

সম্প্রতি একটি জালিয়াতির মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে শুনানির জন্য গিয়েছিলেন গিলানি। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

শেয়ার করুন