নেপালে ভারতীয় সব টেলিভিশনের সম্প্রচার বন্ধ

ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল। নিজেদের দেশের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ প্রোপাগান্ডা চালানোর অভিযোগে এমনটি করা হয়েছে বলে জানা গেছে। তবে নেপাল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের সরকারও।

তবে নেপাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ক্যাবল অপারেটররা নিজেরাই ভারতীয় ‘প্রোপাগান্ডা’ ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে।

নেপালের ক্যাবল টিভি অপারেটররা জানিয়েছেন, ভারতীয় টিভি চ্যানেলগুলোতে ক্রমাগত নেপালবিরোধী মিথ্যা সংবাদ এবং কুৎসা রটানো হচ্ছে। এসব সংবাদ নেপালের জাতীয় অনুভূতিতে আঘান হানছে। তাই এগুলো আর নেপালে চলতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের দখলে থাকা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত নতুন মানচিত্র পাশ করেছে নেপালের সংসদ। এরপর থেকেই দেশ দুটির সম্পর্কের অবনতি ঘটে। বিষয়গুলোকে কেন্দ্র করে দুই দেশের সংবাদমাধ্যমগুলোতেও পাল্টাপাল্টি সংবাদ পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন