নির্বাচনী ওয়াদা না রাখায় মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় ঘোরালো নগরবাসী

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি

নির্বাচনের আগে এলাকার পানি সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। নগর পরিচালনার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ না করায় তাকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে নগরবাসী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকোতে এ ঘটনা ঘটেছে। জাভিয়ের জিমেনেজ সেই শহরের মেয়র।

নির্বাচনের আগে জাভিয়ের জিমেনেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের পানি সরবরাহের সংকট দূর করবেন এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবেন। কিন্তু পরে কথা রাখতে ব্যর্থ হওয়ায় তার ওপরে ক্ষুব্ধ হয়ে ওঠে নগরবাসী।

এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে শহরের মানুষ। এক পর্যায়ে এক সহযোগীসহ মেয়র জাভিয়েরকে মেয়েদের স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় ঘোরায়।

অবশ্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে মেয়র জানান, তিনি নির্বাচনের সময় দেয়া ওয়াদা রাখার চেষ্টা করছেন। কিন্তু নগর কর্তৃপক্ষের হাতে যথেষ্ট অর্থ না থাকায় কাজগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না।

শেয়ার করুন