জাপানে ভারি বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ২০

জাপানে ভারী বৃষ্টি। ছবি: বিবিসি

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশুতে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। খবর: বিবিসি।

সরকারি সূত্র দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাইপোথারমিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়।

ইতিমধ্যে দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রবিবারও সারা রাত বৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন