জাদুঘর থেকে আবার মসজিদ হচ্ছে হায়া সোফিয়া

তুরস্কের হায়া সোফিয়া। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত হতে যাচ্ছে তুরস্কের বিখ্যাত স্থাপনা হায়া সোফিয়া। শুক্রবার তুরস্কের আদালতে এ ব্যাপারে একটি রায় দেওয়া হয়। রায়ের পর এই সংক্রান্ত ডিক্রি স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

হায়া সোফিয়া একটি ঐতিহাসিক স্থাপনা। যা গড়ে ওঠার পর থেকে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। বাইজান্টাইন সম্রাট জুস্টিনিয়ান ৫৩৭ সালে তৈরির পর অর্থোডক্স গীর্জা হিসেবে ব্যবহার করেন। ১৪৫৩ সালে অটোমানরা ইস্তাম্বুল জয়ের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

তারপর ১৯৩৪ সালে খেলাফতের পতনের পর আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করেন। তারপর দীর্ঘদিন ধরে সেখানে নামাজ আদায়ের দাবি জানিয়ে আসছে তুর্কি মুসলিমরা।

হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করার শুনানির রায়ে দেশটির আদালত ১৯৩৪ সালে হায়া সোফিয়াকে জাদুঘরে রুপান্তরিত করে। দেশটির প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কের সিদ্ধান্তকে অবৈধ বলেও উল্লেখ করেন।

আদােলতের রায়ের পর দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, মসজিদে রূপান্তরিত হওয়ার পর হায়া সোফিয়াকে আগের মতোই বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করা হবে। একইসঙ্গে তুরস্কের ব্লু মসজিদ, ফেতিহ ও সোলাইমান মসজিদসহ অন্য বিখ্যাত মসজিদের মতো এটি নিয়মিত দর্শনার্থীদের জন্যও খোলা থাকবে।

শেয়ার করুন