চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬১, আক্রান্ত প্রায় ১৭ হাজার

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার মানুষ। দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

এই ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই রোগে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

এদিকে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের যে সব নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের ফেরানোর জন্য কাজ রাশিয়ার সেনাবাহিনী চীনে কাজ শুরু করবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

শেয়ার করুন