করোনাভাইরাসে চীন, হংকং ও ফিলিপাইনে মৃতের সংখ্যা ১৩৫৭

ছবি: সিনহুয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনসহ সারা বিশ্বে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ জনে। শুধুমাত্র বুধবারই চীনে মারা গেছেন ২৪৪ জন।

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার মারা যাওয়া ২৪২ জনের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশেই মারা গেছেন ২৪২ জন।

বৃহস্পতিবার হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা অন্তত ১৩৫৫ জন। হংকং ও ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বার্তাসংস্থা এএফপি তাদের এক খবরে জানিয়েছে, বিশ্বব্যাপী ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে কোভিড-১৯। করোনা, ভাইরাস এবং ডিসিস এই তিন শব্দ থেকে অক্ষর নিয়ে সাথে ২০১৯ সাল যোগ করে এ নাম দেয়া হয়েছে বলে জানানো হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে।

বুধবার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টা চলছে। এখন অনেকটা ইতিবাচক ফল আসতে শুরু করেছে। তবে এখনই স্বস্তির কিছু নেই। আরো অন্তত এক মাস এটি ভোগান্তির কারণ হতে পারে।

শেয়ার করুন