করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২২৩৩, আক্রান্ত প্রায় ৭৫ হাজার

ছবি: আল জাজিরা

ভয়াবহ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমশঃই বেড়ে চলেছে। গত বৃহষ্পতিবার পর্যন্ত শুধু চীনের হুবেই প্রদেশেই নতুন করে ১১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মারা গেছে ২২৩৩ জন। আক্রান্ত প্রায় ৭৫ হাজার।

রয়টার্স জানাচ্ছে, গত এক সপ্তাহে সংক্রমণ ও মারা যাবার সংখ্যা কিছুটা স্তিমিত হয়ে এলেও বৃহষ্পতিবার নতুন করে আক্রমণ করেছে ভাইরাসটি।

চীনের স্বাস্থ্য বিভাগ বলছে, এই সংক্রমণ মার্চ মাস পর্যন্ত থাকতে পারে। এরপর সেটি ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ জন। সেখানে মারা গেছে ১ জন।

এর মধ্যে ইরানেও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার খবর পাওয়া গেছে। বিশ্বের মোট ২৫টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন