করোনা দ্রুত ছড়াচ্ছে কিন্তু দুর্বল হয়েছে

করোনা। ফাইল ছবি

নতুন রূপের করোনাভাইরাস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। তবে পরিবর্তিত এই করোনাভাইরাস আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। পরিবর্তিত করোনাভাইরাস মানুষকে আগের মতো গুরুতর অসুস্থতার পর্যায়ে ফেলতে পারছে না। আন্তর্জাতিক এক গবেষক দল এমন দাবি করেছে।

ওই গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা সংস্থা লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজির গবেষক এরিকা ওলমান সেফিরে। তিনি দ্য করোনাভাইরাস ইমিউনোথেরাপি কনসোর্টিয়ামের সঙ্গেও জড়িত।

গবেষক সেফিরে বলেন, ‘নতুন রূপের করোনাভাইরাস আগের চেয়ে দ্রুত গতিতে মানুষকে সংক্রমিত করছে। তবে এটা আগেরগুলোর মতো ভয়াবহ নয়।’

শেয়ার করুন