আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বিকালে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) আলীকদম থানা, উক্ত আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রোমান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আলীকদম উপজেলা একটি পিছিয়ে পড়া অঞ্চল। এখানে গুনগত মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে গ্রামের মানুষ গুলো প্রথমে আপনাদের কাছে ছুটে আসে। তাই তাদেরকে সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দেওয়া জরুরি।

আলীকদম থানার ওসি কাজী রকিব উদ্দিন বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুকে কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে রোগীদের সচেতন করতে হবে।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, আমরা এলাকার লোকজনের মাঝে বিভিন্ন রোগ ও পরিষ্কার পরিছন্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। এলাকার সবাই যেন ঠিক মতো চিকিৎসা পায়, আমরা সেদিকে সুদৃষ্টি রাখবো।

শেয়ার করুন