বান্দরবানে আধুনিক চা কারখানার যাত্রা শুরু

বান্দরবানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন সিএইচটি প্রকল্পের আওয়ায় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের চেীধুরী পাড়ায় ৩ লক্ষ কেজি চা উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক চা কারখানার শুভ উদ্ধোধন করা হয়েছে ।

চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন সিএইচটি প্রকল্পের আওতায় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের চেীধুরী পাড়ায় আধুনিক চা কারখানার উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার বিকেলে ৩ লক্ষ কেজি চা উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানার উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল শাহিদুল এমরান, চা বোর্ডের গবেষণা ও উন্নয়ন বিষয়ক সদস্য মোহাম্মদ গোলাম মাওলা, অর্থ ও বানিজ্য সদস্য ইরফান শরীফ, বান্দরবান জেলা ক্ষুদ্র চা চাষী কল্যাণ সমিতির সভাপতি মংক্য চিং চৌধুরী, চা বোর্ডের প্রকল্প পরিচালক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এতোদিন ধরে বান্দরবানে কোন চা প্রক্রিয়াজাত কারখানা না থাকায় এই এলাকার ক্ষুদ্রায়তন চা বাগান মালিকরা চট্টগ্রামের বিভিন্ন চা কারখানায় কাঁচা চা পাতা নিয়ে যেতো। ফলে চা পাতার গুণতগত মান নষ্ট হয়ে যেতো। পাতার নায্য মূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হতো কৃষক ও মালিকরা । তাই বান্দরবানের চা শিল্পের অগ্রগতির লক্ষ্যে এই কারখানা স্থাপন করা হয়েছে।

চা বোর্ডের তথ্যমতে, বান্দরবানে ২৯১ জন চা চাষী নিবন্ধিত রয়েছেন। বর্তমানে অন্ততঃ ৩শ’ হেক্টর জমিতে চা চাষ করা হয়ে থাকে।

শেয়ার করুন