প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করলো বান্দরবান সরকারি কলেজ

বান্দরবান সরকারি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মকছুদুল আমিন।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বান্দরবান সরকারি কলেজ।

১ অক্টোবর কলেজের  একাডেমিক ভবনে ৩০১ নম্বর কক্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । এ সময় অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

বান্দরবান সরকারি কলেজের ওরিয়েন্টেশ প্রোগ্রামে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ  প্রফেসর মো. মকছুদুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার এখন কোয়ালিটি এডুকেশনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার বিকল্প নাই। সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের প্রধান বিজয় ভৌমিক।

শেয়ার করুন