আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নেকাব নিষিদ্ধ

আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নারীদের নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটির সরকার এই নির্দেশ জারি করে। কর্তৃপক্ষ জানায়, শনাক্তকরণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।

‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে সরকার এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্যতামূলক হওয়ার কথা বলা হয়েছে।

সেখানে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম নিয়েও বিভিন্ন নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ধরনের পোশাক পরে সরকারি চাকরি বাধাগ্রস্ত তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তবে সরকারের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন নেকাব কীভাবে নারীদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।

শেয়ার করুন