‘বান্দরবান পরিবার’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান
বান্দরবানের স্বাস্থ্য বিভাগে যুক্ত হলো ৯ টি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন

বান্দরবানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বান্দরবান পরিবার’ এর পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু। ছবি- খোলা চোখ।

বান্দরবানে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পাশে দাঁড়িয়েছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বান্দরবান পরিবার’।

করোনা রোগীদের অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে সংগঠনটি আজ ৯ টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেশন মেশিন হস্তান্তর করেছে স্বাস্থ্য বিভাগের কাছে। এছাড়াও করোনা ইউনিটে ব্যবহারের জন্য বেশ কিছু চার্জার লাইট, বিশুদ্ধ পানি এসময় স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়া হয়।

মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে সীমিত আকারে আয়োজিত চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. অংসুই প্রু, সদর উপজেলা চেয়ারম্যান এ.কে এম জাহাঙ্গীর, ডা. বাচিং, বান্দরবান পরিবার এর সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চলতি অর্থ বছরেই বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল এসি এবং একটি ৪ বেডের আই সি ইউ ইউনিট স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাজও শুরু করা হয়েছে। মূলতঃ এখন থেকে বান্দরবানের স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিকায়নের কাজ শুরু হলো, বলেন ক্য শৈ হ্লা। তিনি বান্দরবান পরিবারের উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনে করোনা মোকাবেলায় তাদের পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন।

বান্দরবান পরিবার এর সমন্বয়ক তৌহিদুর রহমান বলেন, প্রতিটি ৭০ হাজার টাকা দামের ৯ টি অক্সিজেন কনসেনট্রেশন মেশিন বান্দরবানের করোনা রোগীদের জরুরী প্রয়োজনে কাজে আসবে বলে আশা করছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সংগঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন