বান্দরবান সদর হাসপাতালে চলতি অর্থবছরেই সেন্ট্রাল অক্সিজেন এবং আইসিইউ

বান্দরবান সদর হাসপাতালে চলতি অর্থবছরেই স্থাপন করা হবে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এ লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে জেলা পরিষদ। সদর হাসপাতালে এর যন্ত্রপাতি বসানোর স্থান নির্ধারনও চূড়ান্ত হয়েছে।

এছাড়াও স্থাপন করা হবে ৪ বেডের আইসিউ। যেখানে আধুনিক সব ব্যবস্থা থাকবে। স্থানীয় চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আইসিউ ব্যবস্থাপনা করা হবে। এ লক্ষ্যে মঙ্গলবার জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বাস্থ্য বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট রাখতে যাচ্ছে জেলা পরিষদ। সেন্ট্রাল অক্সিজেন ও আইসিউ স্থাপনের জন্য ২.৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন ডা. অংসুই প্রু, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ও ডা. চিংশোয়েফ্রু বাচিং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বান্দরবান সদর হাসপাতালে যুক্ত হলো ৯টি অক্সিজেন কনসেনট্রেটর

শেয়ার করুন