সরকারি হাসপাতাল ভালো না তাই প্রাইভেটে!

সরকারি হাসপাতালের সেবায় আস্থা নেই তাই বান্দরবানের বেতছড়ার এক প্রসূতি নারীকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই।

রফিকুল আলম মামুন।। বান্দরবান শহরের খুব কাছের বেতছড়া এলাকার নোয়াপাড়ার নুমেপ্রু মারমা (২১)। প্রসব বেদনা নিয়ে সাঙ্গু নদী পার হয়ে এভাবে অন্যের কাঁধে ভর করে এসেছেন ডেলিভারী করাতে। গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে সেই আশঙ্কায় গাড়িতে চড়েননি। আবার সরকারি হাসপাতালের সেবায়ও আস্থা নেই। তাই ডেলিভারী করাতে অস্বচ্ছল এই নারী ভর্তি হয়েছেন শহরের বেসরকারি একটি ক্লিনিকে।

সরকারি হাসপাতালে না গিয়ে কেন বেসরকারি ক্লিনিকে এলেন জানতে চাওয়া হয় রোগীর স্বামী হ্লা সুই মারমার কাছে। প্রথমে বেশ আমতা আমতা করলেও পরে জানালেন, সরকারি হাসপাতালে ডেলিভারি করাতে দেরি হতে পারে বলে তারা শুনেছেন। তাছাড়া ওখানে নাকি ডাক্তার নার্সও ঠিকমতো থাকেন না। সেই আশঙ্কা থেকেই যথাযথ চিকিৎসা পাবার আশায় বেসরকারি ক্লিনিকে এসেছেন তাঁরা।

প্রসংগত, নানা সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠতে পারছেনা সরকারি হাসপাতালগুলো। পাশাপাশি, জনগণের মধ্যে সচেতনতা কম থাকায়ও এ ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটে চলেছে পাহাড়ি জনপদে।

প্রত্যন্ত জনপদে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।   

শেয়ার করুন