বান্দরবানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

বান্দরবানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক তিন ব্যক্তি।

বান্দরবানে সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তি ও এক ক্যামেরাম্যানকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। ২০ জানুয়ারি রবিবার রাতে আটককৃতরা হলেন নজরুল ইসলাম (মজিব), মোঃ ফিরোজ ও ক্যামেরাম্যান মোঃ জাবেদ। এদের মধ্যে মজিবের বাড়ি লামা উপজেলার ফাইতং ইউনিয়নে, বাকি দু’জনের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

বান্দরবানের সুয়ালক ও কুহালং ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, আটককৃত ব্যক্তিরা একুশে সংবাদ, চাটগাঁর সংবাদ, অপরাধ চিত্র ও দৈনিক খবরসহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে ব্রিকফিল্ডে চাঁদা দাবি করেছিলেন।

রবিবার বিকেলে চাঁদা দাবির সময় সুয়ালকের বিবিএম ব্রিকফিল্ডের ম্যানেজার মিন্টু দাশ পুলিশ এবং স্থানীয় সাংবাদিকদের খবর দেন। পরে বান্দরবান সদর থানা পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে ২টি ক্যামেরা, কয়েকটি মোবাইল, বিভিন্ন পত্রিকার কয়েকটি আইডি কার্ড ও চাঁদার টাকা আটক করা হয়।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইলাম চৌধুরী জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে আদালতে উপস্থাপন করা হবে।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত বলেন, ওই তিন ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ব্রিকফিল্ড থেকে চাঁদা দাবি করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন