লামায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিলো সেনা সদস্যরা

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক দুই যুবক।

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা পাচারকালে দুই ব্যক্তিকে আটকের পর পুলিশে হস্তান্তর করেছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় লামা পৌরসভার হরিণঝিরি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতরা হলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ার আতিরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (১৮) ও একই পাড়ার রুনাজন ত্রিপুরার ছেলে নির্মল ত্রিপুরার (৩২)।

জানা গেছে, পাচারের উদ্দেশ্যে ৪১ পিস ইয়াবা নিয়ে লামা থেকে মোটর সাইকেলে যোগে আলীকদম যাচ্ছিরেন লিটন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা। গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভার হরিণঝিরি নামক স্থানে তাদের আটক করেন সেনা সদস্যরা।এ সময় তাদের কাছে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ব্যক্তিরা জানান, লামা পৌরসভার লাইনঝিরি এলাকার জনৈক ব্যক্তির কাছ থেকে তারা ইয়াবাগুলো সংগ্রহ করেছেন।

লামা-আলীকদম সেনা জোনের কর্মকর্তারা জানান, ইয়াবাসহ আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

– লামা (বান্দরবান) প্রতিনিধি

শেয়ার করুন