যুদ্ধের প্রস্তুতি নিয়ে সীমান্তে ট্যাংক, ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের

ভারতের ক্ষেপনাস্ত্র আকাশ। ছবি: সংগৃহীত

যুদ্ধের প্রস্তুতি নিয়ে চীন সীমান্তে যুদ্ধাস্ত্র মোতায়েন করছে ভারত। এরই মধ্যে ট্যাংক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ভারি অস্ত্র সীমান্তে ভিড়িয়েছে দেশটি।

লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর প্রধান স্তম্ভ সুখোই-৩০ এমকেআই। মোতায়েন করা হয়েছে ভূমি থেকে নিক্ষিপ্ত (কিউআরস্যাম) ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র। ইতিমধ্যে সীমান্তে পৌঁছে গিয়েছে ভারতের টি-৯০ ‘ভীষ্ম’ ট্যাংক।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে, পূর্ব লাদাখের ১৫৯৭ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে এখন ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল (সাঁজোয়া) গাড়ি মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে আর্টিলারিও।

গালওয়ান নদীর ধারে যে সমস্ত ঘাঁটি চীন তৈরি করেছে তা ধ্বংস করতে এই অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন ভারতের।

এছাড়া লাদাখ সীমান্ত জুড়ে ইসরাইল থেকে কেনা ‘স্পাইডার’ এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করেছে ভারত।

সম্প্রতি গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হয়। এরপর থেকে উত্তেজনা দেখা দেয় দুই দেশের মধ্যে।

ব্যাপারটি নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে। বৈঠকের প্রস্তুতি চলছে এবং একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু সেসব বৈঠক কার্যত ব্যর্থ হয়েছে। কারণ চীনের সেনারা এখনও সীমান্তের জায়গাটি দখলে রেখেছে।

স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, ইতিমধ্যে গালওয়ানে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার দখল করেছে চীনের সেনারা। এতে উদ্বেগ বেড়েছে ভারতের। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। ২৬ জুনের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে বলা হয়, সেখানে চীনের ১৬টি তাঁবু এবং ত্রিপল আর ১৪টি সাঁজোয়া গাড়ির অস্তিত্ব মিলেছে।

শেয়ার করুন