করোনা: মার্কিনিদের হতাশার কথা শোনালেন ফাউচি

বক্তব্য রাখছেন ফাউচি। পাশে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন ২০২১ সালের শুরুতেই পাওয়ার যাবে এমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ডা. অ্যান্থনি ফাউচি। তিনি দেশটির শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা । মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে ফাউচি এ কথা বলেন।

এ সময় ফাউচি আরও বলেন, যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের ভ্যাকসিন যে কার্যকরী তারও কোনো নিশ্চয়তা নেই।

তিনি এ কথাগুলি এমন সময় বললেন যখন পৃথিবীর বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছর নাগাদ করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৪ হাজার ২৮৯ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৭০ জন।

শেয়ার করুন