করোনা ছড়িয়ে পড়ায় আতংক
যাত্রী নেই; বন্ধ হয়ে যেতে পারে বান্দরবানের বাস চলাচল

দেশব্যাপী দ্রুত করোনা ছড়িয়ে পড়ার খবরে বন্ধ হয়ে যেতে পারে বান্দরবান থেকে সব ধরনের বাস চলাচল। লকডাউন থাকায় কক্সবাজার থেকেও কোন বাস রবিবার বান্দরবান ঢোকেনি।

জানা গেছে, কক্সবাজারসহ বিভিন্ন টার্মিনালে গত দুই দিন ধরে যাত্রী স্বল্পতায় পড়তে হয়েছে বাসগুলোকে।

করোনা আতংকে চালকরাও আর এই পরিস্থিতিতে বাস নিয়ে দুরে যেতে রাজী নন বলে জানিয়েছেন।

চালক সমিতির নেতা মো. লিয়াকত আলী জানান, দুদিন ধরে যাত্রী না থাকায় নির্ধারিত সময়ে বাস ছাড়াও সম্ভব হয়নি। মানুষ ভয়ে আছে। এ পরিস্থিতি চলতে থাকলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বাস চলাচল।

পূর্বাণী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ বলেন, যাত্রী না থাকায় বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে যে কোন সময়।

এর আগে গত ১ জুন বান্দরবান থেকে দুর পাল্লার বাস চলাচল শুরু হয়েছিল।

শেয়ার করুন