করোনা চিকিৎসায় পার্বত্য মন্ত্রীকে হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়

বান্দরবান সেনা জোন থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে সিএমএইচের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী বীর বাহাদুর।

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। সকাল ১১টা ১০ মিনিটে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ রওনা দেন।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শৈমংচিং মারমা জানান, ‘কয়েকদিন ধরে তাঁর জ্বর ও হালকা কাশি ছিলো। তিনি বান্দরবানের বাসভবনে সীমিত আকারে দৈনন্দিন কাজকর্ম করেছেন। অন্য কোনো অসুস্থতা দেখা যায়নি।

মন্ত্রীর বড় ছেলে রবিন বাহাদুর আজ তাঁর সাথে একই হেলিকপ্টারে ঢাকায় গেছেন।’

ব্যক্তিগত কর্মকর্তা আরো জানান, ‘মন্ত্রী বান্দরবানে থেকেই চিকিৎসা নিতে চাইছিলেন। তবে সরকারের উচ্চ মহলের অনুরোধে ঢাকায় গেছেন।’

শেয়ার করুন