ভারতে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২০ হাজার

ভারতের একটি হাসপাতাল। ছবি: সংগৃহীত

ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

রবিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে এখন করোনায় মোট আক্রান্ত ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। গত একদিনে ভারতে করোনায় মারা গেছে ৪১০ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৫ জনে দাঁড়ালো। এছাড়া ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯ হাজারের বেশি।

বিশ্বে আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান চতুর্থ। এর উপরে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের।

এরপর অবস্থান দিল্লির। সেখানে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। মারা গেছে ২ হাজার ৫৫৮ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা এর পরে রয়েছে তামিল নাড়ু ও গুজরাট।

শেয়ার করুন