তানোরের ইউএনও, স্ত্রী এবং সন্তান করোনায় আক্রান্ত

তানোরের ইউএনও এবং তার স্ত্রী। ছবি: সংগৃহীত

তানোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো স্ত্রী এবং সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের তিনজনের করোনা শনাক্ত হয়।

গত ২৫ জুন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সুশান্ত কুমার মাহাতো। এ অবস্থায় নমুনা পরীক্ষার পর তানোর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সুশান্ত কুমার মাহাতোর করোনা পজিটিভ আসে। তার স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) এবং ছেলে শ্রীশান্ত মাহাতোর (৪) করোনা টেস্টে পজেটিভ রিপোর্ট আসে।

তারা তিনজন বর্তমানে তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারী বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে গত ২৫ জুন ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন