বান্দরবান সদরে পানীয় জলের সংকট নিরসনে ২ কোটি টাকার প্রকল্প

বান্দরবান সদরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পানিসংকট নিরসনে প্রায় ২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের পানীয় জলের সুবিধার্থে এই ৭টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবানের সুয়ালক, টংকাবতী, কুহালং ও সদর ইউনিয়নে জিএফএস প্রযুক্তির এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

সোমবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্প কাজের উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন