বান্দরবানে চালকরা অবৈধ কাজে লিপ্ত হলেই ব্যবস্থা নেয়া হবে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, চালকরা অবৈধ কাজে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই সকল পরিবহন মালিকদের চালকদের ওপর নজর রাখার অনুরোধ করেন তিনি। পর্যটকদের সাথে ভাল আচরণ করার জন্যও সবাইকে অনুরোধ জানান তিনি।

২১ জুন সোমবার সকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশনে মোট ২কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে টার্মিনাল ভবন নির্মাণ ও রোয়াংছড়ি বাসস্টেশন পাড়ায় ফুট ব্রিজসহ রাস্তা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, বান্দরবানের বাসস্টেশনগুলো আকর্ষনীয় করতে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। পৌরসভার পক্ষ থেকে সকাল বিকাল দু’বেলা বাসস্টেশন পরিস্কার করা হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত, শৈলশোভা পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন