সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

প্রতীকি ছবি

আগামীকাল সোমবার থেকে রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত ভার্চুয়াল বুলেটিনে রবিবার এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে কিছু মানুষকে ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকা গ্রহীতাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সমস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে।

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে সম্প্রতি ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। আপাততঃ শুধু ঢাকায় এই টিকা দেওয়া হবে।

শেয়ার করুন