বান্দরবানের থানচি থেকে অপহৃত দু’জন রুমা থেকে উদ্ধার

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম উপজেলা থানচি থেকে অপহৃত ব্যবসায়ী আবু তাহের ও তাঁর কর্মচারি সুমন মারমাকে রুমা উপজেলার এক দুর্গম এলাকায় ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে জয়তুন পাড়ার কাছে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পায়ে হেঁটে রুমা সদরের দিকে আসার সময় সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে উদ্ধার করে। শুক্রবার রাতেই তাঁরা নিজেদের বাড়িতে চলে গেছেন।

বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নেরঅধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান শনিবার সকালে জানান, ‘রুমা উপজেলার দুর্গম জয়তুন পাড়ার আশপাশেসন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে চারপাশ ঘিরে অভিযান চালায় বিজিবি। এটা টের পেয়ে অপহৃত দু’জনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারা। পরে তাঁদেরকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।’

ফিরে আসা সুমন মারমা জানান, ‘সন্ত্রাসীরা আমাদেরকে পাঁচ দিন বিভিন্ন দুর্গম এলাকায় আটকে রাখে। দলে ১৪ জন ছিলো। তাদের সাথে আমরা পরিত্যক্ত জুমঘর এবং বনের ভেতর ঘুমিয়েছি। তারা আমাদেরকে সামান্য খাবারদাবার দিয়েছে। মারধর বা দুর্ব্যবহার করেনি। পরে জয়তুন পাড়ার কাছাকাছি এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে।’

থানচি থানার ওসি জোবায়রুল হক শনিবার সকালে জানান, ‘বিজিবি’র অভিযানে চাপের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। এর জন্যে কোনো মুক্তিপণ দিতে হয়নি। তাঁদের অপহরণ বা ফিরে আসার পর এ ব্যাপারে এখনো কেউ থানায় মামলা করেনি।’

চলতি মাসের ১০ ফেব্রুয়ারী বলিবাজার বিজিবি ব্যাটালিয়ন থেকে ৫শ’ গজ দূরে তামাক চুল্লিতে কাজ করতে গেলে অস্ত্রের মুখে ব্যবসায়ী আবু তাহেরকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাঁকে রক্ষা করতে গেলে তামাক ক্ষেতের কর্মচারি সুমন মারমাকেও ধরে নিয়ে যায় তারা।

শেয়ার করুন