বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেলো বান্দরবান বক্সিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

সোমবার (২৭ ডিসেম্বর) বান্দরবান জিমনেশিয়াম প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক (যোগাযোগ ও ব্যাবস্থাপনা) লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো.ওমর ফারুক।

বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক কৃতি ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও সাবেক কৃতি খেলোয়াড় মো. মোস্তাফিজুর রহমান, বান্দরবান সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো.আরমান, বক্সিং ক্লাবের জ্যেষ্ঠ বক্সার আবু বকর সিদ্দিকী মানিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো.ওমর ফারুক বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প আর কিছু নাই। জাতীয় পর্যায়ে বেশকিছু প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং ক্লাব কৃতিত্বপূর্ণ পদক জয়লাভ করে বান্দরবানের ক্রীড়াঙ্গন কে আলোকিত করেছে। তাদের সামগ্রিক কার্যক্রমকে এগিয়ে নিতে হলে সবাইকে আন্তরিকভাবে সহায়ক ভুমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বান্দরবান বক্সিং ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করি। এ সময় তিনি বান্দরবান বক্সিং ক্লাবকে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। পরে একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি মো.ওমর ফারুক বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক, প্রশিক্ষক, কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদযাপন করেন। এ সময় রং-বেরংয়ের বেলুন আর ফুল দিয়ে জিমনেশিয়াম প্রাঙ্গণ সাজানো হয়।

প্রসঙ্গত, সর্বশেষ অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩০তম পুরুষ ও ৬ষ্ঠ মহিলা জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা ২০২১ এর জাতীয় পর্যায়ে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দল বান্দরবান বক্সিং ক্লাবের খেলোয়াড় প্রীতি ত্রিপুরা ৫২ কেজি ওজন শ্রেণীতে এবং লিমা ত্রিপুরা ৫৪ কেজি ওজন শ্রেণীতে দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনের জন্য সুনাম বয়ে আনে।

শেয়ার করুন