ফুটবলার জাফর ও ছোটনকে সংর্বধণা দেবে বান্দরবানের নাগরিক কমিটি

জাফর ইকবাল

ক্রীড়া প্রতিবেদক ।। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য বান্দরবানের জাফর ইকবাল ও উসাইমং ছোটনকে গণর্সংবধণা দেবে বান্দরবানবাসী।  বৃহস্পতিবার বান্দরবান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ছাড়াও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সবার সম্মতিতে র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে প্রধান পৃষ্ঠেপোষক করে ৭ সদস্যে পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়। এছাড়াও পৌর মেয়র মো. ইসলাম বেবীকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি এবং জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসকে আহবায়ক করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

উসাই মং মারমা

বান্দরবান জেলার দুই ফুটবলা জাফর ইকবাল ও উসাইমং মারমা ছোটন জাতীয় ফুটবল দলে অনন্য কৃতিত্ব রাখায় বান্দরবান নাগরিক কমিটি এই র্সংবধনার আয়োজন করছে বলে জানান আহবায়ক কমিটির সদস্য ও জেলার প্রাক্তন ফুটবলার ও ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন।

খেলোয়াড়দের সাথে আলোচনা করে সুবিধাজনক সময়ে চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ অথবা অরুন সারকি টাউন হলে এই র্সংবধনা অনুষ্ঠিত হতে পারে বলে জানান র্সংবধণা কমিটির আহবায়ক লক্ষী পদ দাস।

জাফর ইকবাল ও উসাইমং মারমা জাতীয় দলের হয়ে এএফসি অর্নুধ ১৯ ফুটবল দলের হয়ে এখন তাজিকিস্থানে অবস্থান করছেন। প্রথম ম্যাচে জাফর ছোটনের নেতৃত্বে বাংলাদেশ দল বিশ্ব ফুটবলের শক্তিশালী ও র‌্যাংকিংয়ে ১২৬ নম্বরে অবস্থান করা তাজিকিস্থানকে ১-১ গোলে রুখে দিয়ে র্টুণামেন্টের শুভ সুচণা করে।

 

 

শেয়ার করুন