দীঘিনালা থেকে ঢাকায় যাত্রী পরিবহণ করবে শান্তি পরিবহণ

দীঘিনালা-ঢাকা রুটে যাত্রা শুরু করলো শান্তি পরিবহণ।

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালা থেকে সরাসরি ঢাকায় যাত্রী পরিবহণ করবে শীতাতপ নিয়ন্ত্রিত শান্তি পরিবহণ। ফলে উপজেলার সাথে রাজধানীতে যোগোগের ক্ষেত্রে সৃষ্টি হলো নতুন মাত্রা।

বুধবার রাতে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ  (পিএসপি) এই সার্ভিসটির ‍উদ্বোধন করেন।

এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফি, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা,, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, ওসি সামসুদ্দিন ভুঁইয়া, ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান কালাধন চাকমা, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন, কোষাদক্ষ বাবুল দেব, বাস-মিনিবাস সড়ক ইউনিয়ন সভাপতি আবু তাহের উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দীঘিনালা উপজেলা থেকে ঢাকা যাত্রাপথে শান্তি পরিবহণ নতুন মাত্রা যোগ করে পরিবহণ জগতে মানসম্মত সেবা দিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন