পার্বত্যাঞ্চলে শিশুদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তি

বান্দরবানের প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তি কমর্সূচী হাতে নিয়েছে সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক সংগঠন। কমর্সূচীর বিস্তারিত সাংবাদিকদের অবগত করতে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বান্দরবানের প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বৃত্তি কমর্সূচী হাতে নিয়েছে সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক সংগঠন।

কমর্সূচীর বিস্তারিত সাংবাদিকদের অবগত করতে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বৃত্তি আয়োজক কমিটির আহবায়ক মো. আমজাদ হোসেন, সদস্য সচিব মো. আবদুল্লাহ আল নোমান, আয়োজক কমিটির সদস্য রাজেশ দাশ, সাইফুল আলম বাবলু, শুভময় দাশ, মো. রিয়াদ, এমরান হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সংবাদ সম্মেলনে অংশ নেন।

বৃত্তি আয়োজক কমিটির আহবায়ক মো. আমজাদ হোসেন জানান, পার্বত্যাঞ্চলের অবহেলিত কিছু জনপদে প্রাথমিক পর্যায়েই অনেক শিশুরা পড়ালেখা হতে ঝরে পড়ে। তাদের এ ঝরে পড়া ঠেকাতে জেলার সামাজিক সংগঠন সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাথমিক পর্যায়ে পাঠরত শিক্ষার্থীদের জন্য বৃত্তির আয়োজন করতে যাচ্ছে। প্রাথমিক ভাবে জেলা সদরের ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হবে। পরবর্তীতের আরও বড় পরিসরে এ বৃত্তি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংগঠনটির উপদেষ্টা মোজাম্মেল হক বাহাদুর জানান, পার্বত্যাঞ্চলে শিক্ষার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রসংশাযোগ্য। অবহেলিত কিছু অঞ্চলে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিশুরা প্রাথমিক পর্যায়েই পড়ালেখা থেকে ছিটকে পড়ে। এধরনের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি।

বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত- বলেন মোজাম্মেল হক।

শেয়ার করুন