পরিচ্ছন্ন খাগড়াছড়ি গড়তে বিডি ক্লিনের উদ্যোগ

জলাশয়ের আবর্জনা অপসারন করে পরিচ্ছন্ন খাগড়াছড়ির আহবান বিডি ক্লিনের।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগানে খাগড়াছড়িতে মুক্ত জলাশয় থেকে বর্জ্য অপসারণ করেছে বিডি ক্লিন নামে সামাজিক একটি সংগঠন। শনিবার দুপুরে বাজার পুকুর থেকে পলিথিন, প্লাস্টিক বোতল ও ময়লা আবর্জনা অপসারণ করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

এ সময় খাগড়াছড়ি বাজারের বিভিন্ন সড়কে জমা থাকা ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে ব্যবসায়ী ও পথচারীদের আহবান জানানো হয়। বিডি ক্লিন খাগড়াছড়ি শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্ত জলাশয় ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো.ফরিদুল আলম, হালকা মটরযান মালিক সমিতির সাধারন সম্পাদক মো:শাহ আলম, বিডি ক্লিন খাগড়াছড়ি সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন কায়েশ,সহ-সমন্বয়ক মো. জাহিদ হাসান,উপ-সমন্বয়ক লজিস্টিক মাহফুজা আক্তারসহ বিভিন্ন উপজেলার সংগঠনটির নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

শেয়ার করুন