খাগড়াছড়িতে সড়কের বিপদ ঠেকাতে আয়না বসালো সওজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদহানি ঠেকাতে উত্তল আয়না বসিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জেলার বিভিন্ন সড়কের বিপদজনক বাঁকে এসব আয়না বসানোর মাধ্যমে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সাথে সংঘর্ষ ঠেকানো যাবে বলে আশা করছেন বিভাগটির কর্মকর্তারা।
লের মাত্রা।

সড়কে চলাচলকারী যাত্রী রুহুল আমিন ও পাইসানু মারমা বলেন, চালকদের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের জীবন। আবার কখনো ঝুঁকিপূর্ণ বাঁক এবং মোড়গুলোতে বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনাও ঘটছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ও সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড নেতা নেতা মোঃ ইউনুছ বলেন, যে হারে গাড়ি বেড়েছে সে হারে প্রশস্ত হয়নি সড়ক। এছাড়াও পর্যটন এলাকা হিসেবে বাহির থেকে আসা গাড়ির চালকদের সাবধানতা ও ঝুঁকিপূর্ণ এলাকায় গতিরোধক দেওয়াসহ টার্নিং মোড়ের ঝোঁপ-ঝাড় কাটা হলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমবে বলে তিনি মত প্রকাশ করেন।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিস্কার ও ঝুঁকিপূর্ণ বাঁকে একদিক থেকে অন্য দিক দেখতে উত্তল আয়না স্থাপন করা হয়েছে। যা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

শেয়ার করুন