তহজিংডং এর উদ্যোগে ‘শান্তির জন্যে ফুটবল’

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

বিভিন্ন জাতিগোষ্ঠী, সম্প্রদায় ও এলাকাভিত্তিক দলের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বান্দরবানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ সোমবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ‘পিস ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। উন্নয়ন সংস্থা তহজিংডং এর উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, য়ইসা মারমা, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর ও মংমংসিংসহ জেলার বিশিষ্টজনেরা।

তহজিংডং এর নির্বাহী পরিচালক চিংসিংপ্রু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ফানুস উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করছেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। সাথে জনপ্রতিনিধি ও তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু এবং কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্টের প্রথম দিনে ডনবস্কো উচ্চ বিদ্যালয় দল ৩-০ গোলে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ দলের বিপরীতে বিজয়ী হয়। দিনের আরেক ম্যাচে রিক্ষ্যাইং কিশোরী ক্লাব ১-০ গোলে রেইচা উচ্চ বিদ্যালয় দলের বিপরীতে জয় পায়।

আয়োজকরা জানান, ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এ টুর্নামেন্টে জেলার ১৬টি মাধ্যমিক স্কুল দল অংশ নেবে। টুর্নামেন্টে সহযোগিতা করছে পিটিআইবি-ইউএনডিপি।

শেয়ার করুন