টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের ৫ জনের করোনা সনাক্ত

প্রতীকি ছবি

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের পাঁচ জনসহ মোট ৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।

২৬ মে মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

আক্রান্তরা হলেন হারুন অর রশিদ (৩৫), তার স্ত্রী শিউলী বেগম, ছোট ভাইয়ের স্ত্রী জিয়াসমিন (২৮), বোন জামাই লিয়াকত আলী (৪৫) ও ভাগ্নে হাসিবুল ইসলাম (২০), অপর ব্যক্তি উয়ার্শী ইউনিয়নের নাজমুল খান (৪০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সূত্র জানিয়েছে, গত ১৯ মে ২০ জন এবং ২১ মে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে উপজেলার টাকিয়াকদমা দক্ষিনপাড়া গ্রামে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের এক ব্যক্তি করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ তাদের সংস্পর্শে গেছেন এমন লোকজনের বাড়িগুলো লকডাউনের কার্যক্রম শুরু হয়েছে।

শেয়ার করুন