বান্দরবানের লুম্বিনী গার্মেন্টস লকডাউন, সব শ্রমিককে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ

বান্দরবান প্রতিনিধি: এক শ্রমিকের শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় বান্দরবানের লুম্বিনী গার্মেন্টস লকডাউন করা হয়েছে।

সোমবার রাতে স্থানীয় প্রশাসন বান্দরবান শহরের কাছে মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকার কারখানাটি লকডাউন ঘোষণা করে।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, ‘লুম্বিনী লিমিটেডের একজন শ্রমিক করোনা পজিটিভ হওয়ায় কারখানাটি লকডাউন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারখানাটির ৫৪১ জন শ্রমিকের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

কারখানাটির আশপাশের বেশ কয়েকটি খাবারের দোকানও লকডাউন করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু কারখানার ওই শ্রমিকের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।

লুম্বিনী লিমিটেডের শ্রমিকরা বান্দরবান শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বসবাস করেন। এই খবরে পুরো বান্দরবান সদরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন