ছবি পোস্ট করে বলিভিয়ার মাঠের কড়া সমালোচনা করলেন নেইমার

রাশিয়া বিশ্বকাপের টিকিট আরও আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। বাছাইপর্বের শেষ ম্যাচগুলো এখন কেবলই নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বলিভিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলাফল গোলশূন্য ড্র!

তবে সব ছাপিয়ে এদিন আলোচনায় বলিভিয়ার মাঠ! কেননা, লা পাজের বিখ্যাত মাঠটি যে ৩৬৪০ মিটার উুঁচুতে! যে কারণে ম্যাচ শেষ হতে না হতেই নিজেদের রক্ষা করার জন্য অক্সিজেন নিতে হয় নেইমার-কোটিনহো-পলিনহোদের।

ম্যাচ শেষে মাস্ক মুখে নিয়ে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও পোস্ট করেছেন নেইমার। যে ছবিতে নেইমার, জেসুস, অ্যালেক্স সান্দ্রো, মিরান্দাদের দেখা যাচ্ছে। আর সেখানেই নেইমার এমন মাঠে খেলাটাকে অমানবিক বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘মাঠ, উচ্চতা এবং বল-এ মাঠে সব খারাপ। একদম অমানবিক ব্যাপার!’

নেইমার-জেসুস-পলিনহো দলের সব তারকাদের নিয়েই বলিভিয়ার বিপক্ষে মিশন শুরু করেন তিতে। কিন্তু তারপরও গোলশূন্য ড্র। দারুণ কিছু সুযোগ তৈরি করলেও ব্রাজিলের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বলিভিয়ার গোলরক্ষক কার্লোস ল্যাম্প।

তবে এমন মাঠে ড্র করেও তৃপ্ত ব্রাজিলের কোচ তিতে। তার মতে, ‘এখানে খেলা  খুব কঠিন। তারপরও আমি খুশি দল ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে।’ তিতে এসময় যোগ করেন, ‘আমাদের মেডিকেল টিমের পারফরম্যান্সও খুব ভালো।’

শেয়ার করুন