চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে হচ্ছে না

ফাইল ছবি।

নির্ধারিত ১৮০ দিন সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করা সম্ভব নয় বলে সরকারকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিতে করোনা পরিস্থিতির পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ইসির এই চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন, ৫ আগস্টের পরে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ প্রশাসক নিয়োগ করা হবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী কোনো করপোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে ইসির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করেছিল। ঘোষিত তপশিল অনুযায়ী গত ২৯ মার্চ ছিল ভোটের দিন। কিন্তু এর আগে দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ঐ নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। ঐ একই দিনে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ঐ নির্বাচন দুটি স্থগিত হয়েছিল। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতির মধ্যেও গতকাল ১৪ জুলাই ঐ দুইটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করপোরেশন ভেঙে যাবে। এক্ষেত্রে ঐ করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হবে।

শেয়ার করুন