গুজব প্রতিরোধে সচেতনতা তৈরিতে এবার মাঠে নামলেন মন্ত্রীও

ছেলেধরা ও মাথা কাটা গুজব প্রতিরোধে বান্দরবানে আয়োজিত সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে ছেলেধরা ও মাথা কাটা গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছেন খোদ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ২৭ জুলাই শনিবার সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, যারা দেশের উন্নতি চায়না, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এ ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থির করার পাঁয়তারা করছে। তিনি জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে যে কোনো সমস্যায় ৯৯৯ নাম্বারে ফোন করে সাহায্য নেবার পরামর্শ দেন।

এ সংক্রান্ত ভিডিও সংবাদটি দেখুন এখানে

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হয়। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরীসহ জেলার বিশিষ্টজনেরা।

গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত সচেতনতা সপ্তাহ পালন করছে বান্দরবান জেলা পুলিশ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারাভিযান, মাইকিংসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে, সেজন্যে দেশে ছেলেধরার প্রকোপ বেড়ে গেছে’ এমন গুজবের কারণে গত দুই সপ্তাহে ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা গেছে, এদের কেউই অপরাধী বা ছেলেধরা ছিলেন না। এছাড়া ছেলেধরা আতঙ্কে অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। বিশেষ করে যাদের শিশুসন্তান রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। এমন অবস্থায় দেশব্যাপী গুজব প্রতিরোধে সরকারি-বেসরকারি নানা কর্মসূচি পালিত হচ্ছে।

শেয়ার করুন