খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুনকে গুলি করে হত্যা

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের সুইচগেইট এলাকায় ইউনাটেড পিপলস ডেমোক্রেডিট ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা (৪০) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিঠুন চাকমা খাগড়াছড়ি সদরের অর্পনা চৌধুরী পাড়া এলাকার মৃত স্বপন কিশোর চাকমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, দুস্কৃতিকারীরা মিঠুন চাকমাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করে। এতে তার মৃত্যু হয়েছে। এই হত্যা কান্ডের রহস্য উদঘাটনের জন্য ও খুনিদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান।

জানা যায়, বুধবার কোর্টে হাজিরা শেষে ১২টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা তাকে সুইচগেইট এলাকায় নিয়ে তার পেটে ও মাথায় গুলি করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপিডিএফ এর নিন্দা:: ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা ৩ জানুয়ারি ২০১৮ বুধবার এক বিবৃতিতে খাগড়াছড়িতে সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসী কর্তৃক ইউপিডএফ সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যার ঘটনাকে ‘কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন