খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা সদরে রাঙ্গাপানিছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে দীলিপ কুমার চাকমা ওরফে বিনয়(৪২) এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দীলিপ কুমার চাকমা পানছড়ি উপজেলার পূজগাং মুনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।

ইউপিডিএফ(প্রসিত) গ্রুপের মুখপাত্র নিরন চাকমা বলেন, নব্যসৃষ্ট মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর সন্ত্রাসীরা দীলিপ কুমার চাকমাকে গুলি করে হত্যা করেছে। সে সাংগঠনিক কাজে রাঙাপানি ছড়া এলাকায় অবস্থান করছিল। এ সময় ঐ এলাকায় ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে সে নিহত হয়। হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসা সমর্থিত নেতাকর্মীরা।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রæপের সদস্য সচিব জলেয়া চাকমা জানান, ইউপিডিএফর অভ্যন্তরীণ দ্বন্দে এই হত্যাকান্ড হতে পারে। এর সাথে ইউপিডিএফ গণতান্ত্রিকের কোন সম্পৃক্ততা নাই।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুতোষ চাকমা জানান, নিহতের শরীরে কোমড়সহ কয়েক জায়গায় গুলির ক্ষত চিহৃ রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ গণতান্ত্রিক আত্মপ্রকাশের পর ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার পর ইউপিডিএফ(প্রসিত) গ্রæপের দুইজন নিহত হয়েছে। এছাড়া গত ২৬ জানুয়ারী খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় শান্তিময় চাকমা নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রæপ গণতান্ত্রিক গ্রæপকে দায়ী করে আসছে।

শেয়ার করুন