বান্দরবানে গণস্বাক্ষর কর্মসূচী থেকে উপজেলা বিএনপির সভাপতি আটক

সৌজন্য ছবি।

বান্দরবানে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচী থেকে সদর উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জামালকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচীতে যাবার পথে দুপুরের দিকে শহরের জজ র্কোট এলাকা থেকে আটক করা হয়।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, এ নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ে আগে ও পরে মোট ২৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১২ জন জামিনে থাকলেও বাকীরা এখনো জেল হাজতে রয়েছে বলে জানায় বিএনপির দায়িত্বশীল সূত্র।

তিনি বলেন, কোনপ্রকার কর্মসূচী পালন করতে দিচ্ছে না পুলিশ। শান্তির্পূণ কর্মসূচী পালনে বাধা দিয়ে পুলিশ দিনের পর দিন অগণতান্ত্রিক আচরণ করছে। তাছাড়া রাতে কোন নেতাকর্মী ঘরে থাকতে পারছে না। প্রতিদিন পুলিশ কোন না কোন নেতার ঘরে তল্লাশির নামে হয়রানি শুরু করেছে যা কোনভাবেই কাম্য নয়।

জেলা বিএনপি’র জাবেদ ও জেরী গ্রুপ আলাদা আলাদাভাবে দিনভর গনস্বাক্ষর কমর্সূচী পালন করেছে।
আগামিতে শান্তির্পূণ কর্মসূচী ও গণআন্দোলনের মধ্য দিয়ে বিএনপি নেত্রীকে মুক্ত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতারা।

এদিকে গণস্বাক্ষর কর্মসূচীকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানে সাদা পোষাকধারী পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে দিনভর।

শেয়ার করুন