একই ভবনে থেকেও দুই মিনিট বেশি রোজা!

Photo: Gulf News

একই ভবনে থেকেও দুই মিনিট বেশি সময় রোজা রাখবেন কিছু বাসিন্দা। উঁচু ভবনের ৮০ থেকে ১২০ তলা পর্যন্ত ২ মিনিট পরে সূর্যাস্ত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।

দুবাই শহরের মুসলমানরা এ বছর রমজান মাসের প্রথম দিনে ১৪ ঘন্টা ৩৯ মিনিট রোজা রাখবেন। তবে, ৮০ থেকে ১২০ তলা পর্যন্ত যারা বসবাস করেন, তারা দুই মিনিট বেশি রোজা রাখবেন।

উচ্চতায় বসবাসের কারণে তাদের সূর্যোদয় হবে আগে এবং সূর্যাস্ত হবে পরে। আমেরিকান ফিজিসিস্ট নীল ডিগ্রেইজ দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের নীচে এবং উপরে বসবাসকারীদের মধ্যে সময়ের এ তফাৎ সম্পর্কে প্রথমে সবার দৃষ্টি আকর্ষন করেন।

এক টুইটবার্তায় নীল জানান, পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফার নীচতলা এবং উপর তলার বাসিন্দারা দুই মিনিট সময়ের তফাতে পড়বেন।

তিনি জানান, প্রতি দেড় কিলোমিটার উচ্চতায় ১ মিনিট পরে সূর্যাস্ত হবে। সুতরাং বুর্জ খলিফার ১২১তলা এবং তার উপরে যারা বসবাস করেন তাদেরকে ৪ মিনিট অতিরিক্ত রোজা রাখতে হবে।
সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন