ইতালির পর্বতে ছিটকে পড়েছে সূর্যের উপাদান!

সূর্য। ছবি: সংগৃহীত

ইতালির এক পর্বতে সূর্যের উপাদানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যা পৃথিবীর বুকে প্রথমবারের মতো পাওয়া গেল। বিজ্ঞানীরা বলছেন, এই উপাদান কেবল সূর্যের বুকে পাওয়া যায়।

বিজ্ঞানবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইতালির লাকুইলা শহরের ল্যাবরেটরি নাজিওনালি দেল গ্রান সাসোর বোরেক্সিনো এক্সপেরিমেন্ট প্রকল্পের বিজ্ঞানীরা ওই শহরের কাছেই একটি পর্বতের গভীরে উপাদানটির সন্ধান পেয়েছেন। বোরেক্সিনোর বিজ্ঞানীরা গত ২৩ জুন অনুষ্ঠিত নিউট্রিনো-২০২০ ভার্চ্যুয়াল সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেন। তাঁরা দাবি করেন, সিএনও (কার্বন-নাইট্রোজেন-অক্সিজেন) চক্রের মাধ্যমে প্রস্তুত সূর্যের নিউট্রিনোর সন্ধান পেয়েছেন তারা, যা বিশ্বে প্রথম ঘটনা।

বিজ্ঞানীদের ধারণা, ওই উপাদানটি সূর্য থেকে ছুটে এসেছে। তারপর তা ইতালির পর্বতের গভীরে ঢুকে গেছে। এই উপাদানের সন্ধান সূর্যের পারমাণবিক বিক্রিয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেবে।

মিলানের ন্যাশনাল ইনস্টিটিউট অর নিউক্লিয়ার ফিজিকসের পদার্থবিদ জিয়াওচ্চিনো রানুচ্চি বলেন, এই উপাদানের সন্ধান পাওয়ায় সূর্যের শক্তির উৎস যে দুই প্রক্রিয়া, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

শেয়ার করুন