দুবাইয়ে বিয়ের ১৫ মিনিটেই তালাক!

প্রতীকি ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বিয়ের মাত্র ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি। মোহরানার ১ লাখ দিরহাম আদায়ের ব্যাপারে কনের বাবার বাড়াবাড়িতে বিরক্ত হয়ে তালাকের সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

বরের অভিযোগ, ‘বিয়ের কাবিননামা স্বাক্ষরের সময় কনের পিতাকে ৫০ হাজার দিরহাম পরিশোধ করা হয়। বাকি অর্থ কাবিননামা এবং আদালতের অন্যান্য কাজ শেষ হবার পর দেবার কথা ছিলো। কিন্তু কন্যার বাবা মোটেও সময় দিতে রাজি ছিলেন না। তিনি বারবার বাকি ৫০ হাজার দিরহাম আদায়ের জন্যে তাগাদা দিচ্ছিলেন। এই অর্থ আমার গাড়িতেই ছিলো। কিন্তু সেখান থেকে এনে দেবার জন্যেও তিনি যথেষ্ট সময় দিচ্ছিলেন না। এতে আমি অপমানিত বোধ করেছি এবং তালাকের সিদ্ধান্ত নিয়েছি।’

গালফনিউজ জানায়, মঙ্গলবার শরীয়া আদালতে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বর-কনের বন্ধু, আত্মীয় ও আইনজীবিরা এই তালাকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন