বান্দরবানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি গঠন

আইনের শাসন, মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণ এর লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সদর উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ মে) সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং কে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কৌশিক দত্তকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বান্দরবান সদর উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়াও খোকন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক, চৈতি ত্রিপুরাকে কোষাধ্যক্ষ, বিশ্বনাথ দাশকে সহ সাধারণ সম্পাদক ও নুসিং থোয়াই মার্মা, পাই ম্রা উ মার্মা, উবানু মার্মা, নিনি প্রু, এ্যাডভোকেট উম্যানু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মাকে সদস্য হিসেবে মনোনিত করা হয়। এছাড়া মানবাধিকার নেত্রী ও বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সংবাদ পাঠক হোসনেআরা শিরিন কে সভাপতি ও পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। এছাড়াও সাংবাদিক নেসার আহমেদ জাকিরকে সাংগঠনিক সম্পাদক, মেসাচিং মারমা কে কোষাধ্যক্ষ, রাজেশ দাশ ও মো. শহীদুল আলমকে সহ সাধারণ সম্পাদক, সাইফুল আলম বাবলু কে প্রচার সম্পাদক ও মংহাই থুই, পাইমেচিং মারমা, কৃষ্ণা আচার্য্যকে সদস্য হিসেবে মনোনিত করা হয়।

এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির আহবায়ক ডনাইপ্রু নেলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু, মানবাধিকার নেত্রী হোসনে আরা শিরিন, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কৌশিক দত্ত, এনজিও কর্মী মো. শহীদুল আলম, সংবাদকর্মী সাইফুল আলম বাবলু, এন এ জাকির প্রমুখ। এছাড়াও সমাজকর্মী ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির আহবায়ক ও মানবতাবাদী ডনাইপ্রু নেলী।

শেয়ার করুন